মাঠে থেকেই ধোনির অবসর ঘোষণা করা উচিত ছিল : ইনজামাম

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সিরিজে উত্থানের কাহিনী রচনা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানকে হারিয়েই দেশকে প্রথম টি-২০ বিশ্বকাপ এনে দিয়েছিলেন মাহি। সেই মাহির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসের প্রাক্তন পাক ক্রিকেটাররা মন্তব্য করবেন না, এমনটা হতে পারে না। প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল হকের মতে, ধোনির মতো ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জন্য মাঠকেই মঞ্চ হিসেবে ব্যবহার করা উচিত ছিল।
শনিবার ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেই সঙ্গে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি পড়ে মাহির। এই অবসর প্রসঙ্গে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামামের বক্তব্য, ‘বিশ্বজুড়ে ধোনির কয়েক মিলিয়ন ভক্ত রয়েছে। যারা তাকে মাঠে খেলতে দেখতে চান। আমার মতে, ধোনির মতো মাপের খেলোয়াড়ের বাড়িতে বসে অবসর নেওয়া উচিত হয়নি। মাঠে থেকেই অবসর নেওয়ার কথা বলা উচিত ছিল।’ নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে এমনটা জানিয়েছেন পাক ক্রিকেটে অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
শুধু তাই নয়, ধোনির অবসর প্রসঙ্গে খোলামেলা আলোচনা ইনজামাম বলেন, ‘এই একই জিনিস, আমি একবার শচীন টেন্ডুলকারকে বলেছিলাম। আপনার যদি এইরকম বড় ফ্যান ফলোয়ার হয়, তবে আপনার আদর্শভাবে মাঠে থেকেই যাত্রা শেষ করা উচিত। সর্বোপরি, মাঠই সেই জায়গা যেখানে আপনি এত সম্মান এবং স্টারডম অর্জন করেছেন। আমার মতে, ধোনিরও তাই করা উচিত ছিল। তবে ওর ভক্তরাও আমাকে নিয়ে আরও খুশি, যেহেতু আমি ওকে সেরা ভারতীয় অধিনায়ক বেছে নিয়েছি।’
কিছুদিন আগেই প্রাক্তন পাক অধিনায়ক ধোনিকে সেরা ভারতীয় অধিনায়ক হিসেবে চিহ্নিত করে সুরেশ রায়না এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো ম্যাচজয়ীদের সাফল্যের জন্য কৃতিত্বও দিয়েছেন। ইনজামাম বলেন, ‘এমএস ধোনি এমন চালাক ক্রিকেটার যে, খেলোয়াড় তৈরি করতে জানেন। ওর দলের সেরা দুই ক্রিকেটার হল সুরেশ রায়না ও রবিচন্দ্রন অশ্বিন। যাদের ধোনি তুলে এনেছে। খেলাটা এতো দারুণ বুঝে যে, খেলোয়াড়দের তুলে এনে তাদের বড় ক্রিকেটার করার ক্ষমতা রাখে।’
তিনি আরও বলেন, ‘ধোনি সেই খেলোয়াড় যে ম্যাচটি কীভাবে শেষ করবে জানত। ও এমন নন যে প্রতি ম্যাচেই সেঞ্চুরি করবে, তবে নিজের ইনিংসটি এমনভাবে তৈরি করত, যাতে দলের জয়ের কার্যকরী ভূমিকা নিত।’
শনিবার ধোনি ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধোনি একটি ভিডিও শেয়ার করেন। যা পোস্টে ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আজ ১৯:২৯ থেকে থেকে আমাকে অবসর হিসেবে বিবেচনা করে।’ ভিডিওটিতে অমিতাভ বচ্চনের এর ‘ম্যায় পল দো পল কা শায়র হু’ আইকনিক গানটি ব্যাকগ্রাউন্ডে বাজচ্ছিল।খবর কলকাতাটোয়েন্টিফোর’র।