দুই মাস পিছিয়ে গেলো অস্কার

সুপ্রভাত ডেস্ক :
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী একাডেমি পুরস্কারের (অস্কার) ৯৩তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। তবে এবারের অনুষ্ঠানটি ৯২তম আসরের তুলনায় আলাদা হবে। করোনাভাইরাসের কারণে এবার অস্কার দুই মাস পিছিয়ে অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২৫ এপ্রিল। সোমবার (১৫ জুন) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ঘোষণা করেছে-করোনা মহামারির কারণে দুই মাসের জন্য পিছিয়ে যাচ্ছে ৯৩তম অস্কারের আয়োজন। সবার কথা চিন্তা করে দুই মাস পিছিয়ে ২০২১ সালের ২৫ এপ্রিল নির্ধারণ করেছে অ্যাকাডেমি।
এছাড়া ৯৩তম অস্কারে মনোনয়নের জন্য চলচ্চিত্র জমা দেয়ার মুক্তি পাওয়ার সময়সীমায়ও পরিবর্তন এসেছে। ফিচার ফিল্ম ক্যাটেগরিতে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো জমা দেয়া যাবে।
বিশেষায়িত চলচ্চিত্রের ক্ষেত্রে ১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এবং মৌলিক চলচ্চিত্র ক্যাটেগরিতে ২০২১ সালের ১৫ জানুয়ারির মধ্যে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো জমা দেয়া যাবে।
খবর : ডেইলিবাংলাদেশ’র।