গঠিত হলো কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ

সুপ্রভাত ডেস্ক :
গত দুই মাসের অক্লান্ত চেষ্টায় সংগীতাঙ্গনে এসেছে শুভ বারতা। ঐক্যহীন সংগীতাঙ্গনে কণ্ঠশিল্পীদের ন্যায্য ও নৈতিক-আর্থিক অধিকার সংরক্ষণ এবং সংগীতে নৈরাজ্য বন্ধে গীতিকবি সংঘ ও মিউজিক কম্পোজারস অ্যাসোসিয়েশনের পর এবার ঐক্যবদ্ধ হলেন কণ্ঠশিল্পীরাও। খবর বাংলানিউজের।
এ সংগঠনে আহবায়ক হিসেবে স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশবরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, যুগ্ম আহ্বায়ক হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী সংগীতশিল্পী কুমার বিশ্বজিত ও নন্দিত গায়ক হাসান আবিদুর রেজা জুয়েলের সমন্বয়ে একটি পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির উপদেষ্টামন্ডলীতে আছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী ও সংগীতের পুরোধা ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, খুরশীদ আলম, ইন্দ্রমোহন রাজবংশী, রফিকুল আলম, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, শাহীন সামাদ, পাপিয়া সারোয়ার, ফেরদৌস আরা, তপন মাহমুদ, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা ও ইয়াকুব আলী খান। নির্বাহী সদস্য হিসেবে আছেন ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা, সাদি মহম্মদ,কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রুমানা মোরশেদ কনকচাঁপা, আসিফ আকবর, অদিতি মহসিন, খায়রুল আনাম শাকিল, শফি মন্ডল, রবি চৌধুরী, এস আই টুটুল, আগুন, আঁখি আলমগীর, চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নী, অনিমা রায়, প্রিয়াংকা গোপ, মঈদুল ইসলাম খান শুভ, জয় শাহরিয়ার, কিশোর দাস, সোমনূর মনির কোনাল, ইলিয়াস হোসাইন।