কক্সবাজার কারাগার : মিলবে না ঘরের খাবার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

ঈদুল ফিতরের দিন কক্সবাজার জেলা কারাগারে বন্দিদের জন্য কোন খাদ্য সামগ্রী সরবরাহ করা যাবে না। বাইরে থেকে খাদ্য সামগ্রী সরবরাহ করার কারণে করোনা ভাইরাস সংক্রামিত হতে পারে, এ আশংকায় কারা অধিদপ্তর এ ব্যবস্থা নিয়েছেন।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন জানান, কারাগারের ভিতরে বাইর থেকে খাদ্য সামগ্রী সরবরাহের কোন নিয়ম না থাকলেও সরকার প্রতি বছর বিশেষ বিবেচনায় ঈদের ২দিন আগে এবং ঈদের পরদিন বন্দিদের স্বজনদের পাঠানো খাদ্য সামগ্রী কারাগারের অভ্যন্তরে সরবরাহ করার সুযোগ দিতেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ বছর সে সুযোগ আর দেওয়া হচ্ছে না।

তিনি আরও জানান, ঈদুল ফিতরের দিন কারাগারে অভ্যন্তরে বন্দিদের জন্য রাষ্ট্রীয় খরচে উন্নত ও পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ঈদের একদিন পর আরো একটা উন্নত ও পর্যাপ্ত পরিমাণে খাবারের আয়োজন করা হবে।

এটি জেলা কারাগারের প্রিজন ক্যান্টিনের লভ্যাংশের অর্থ থেকে ব্যবস্থা করা হচ্ছে বলে জানান, তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন। তিনি বলেন, এজন্য বন্দিদের স্বজনদের মন খারাপ করার কিছুই নেই। করোনা থেকে বন্দীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।