৯ ম্যাচ পর কলকাতার একাদশে সাকিব

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

আইপিএলের শুরু থেকে সাকিব কলকাতার একাদশে নিয়মিত খেলেছেন। কিন্তু প্রথম তিন ম্যাচের পর গত ৯ ম্যাচ ধরেই মূল একাদশের বাইরে ছিলেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। অবশেষে রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এরই মধ্যে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে কলকাতা। টিম সেইফার্টের বদলে আজ দলে স্থান পেয়েছেন সাকিব। আগের ম্যাচে ফার্গুসনের বদলে নামা টিম সেইফার্ট কিছুই করতে পারেননি। ফলে বাদ পড়তে হয়েছে তাকে।

কলকাতার জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। কেননা ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা। প্লে-অফ খেলার লড়াইতে আছে পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। মানে চার দলেরই সমান সুযোগ আছে প্লে অফ খেলার। সবমিলিয়ে তাই আজকের ম্যাচ জয় ভীষণ প্রয়োজন কলকাতার জন্য।

সাকিব প্রথম তিন ম্যাচে ৩৮ রান ও ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু পারফরম্যান্স সন্তোষজনক না হওয়াতে বাদ পড়েন। এরপর তার একাদশে আর ফেরা হয়নি। তবে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫ উইকেটে হারের পর সাকিবকে একাদশে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম।