৭ আগস্ট একদিনই চলবে ওয়ার্ডভিত্তিক কার্যক্রম

চসিকের করোনা টিকাদান, অগ্রীম নিবন্ধন ভিত্তিতে ভ্যাকসিন পাবে বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক >>
নগরীতে ওয়ার্ডভিত্তিক করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের জন্য নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকলেও একদিনের জন্য ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হবে। এমন তথ্য দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগ।
গতকাল বুধবার বিকেলে মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, ‘আগামী ৭ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডের তিনটি কেন্দ্রে বয়োজ্যেষ্ঠ, নারী এবং প্রতিবন্ধীদের অগ্রীম নিবন্ধনের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতি কেন্দ্রে ৩শ’ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে এবং এই কর্মসূচি শুধু ৭ আগস্ট করা হবে। পরবর্তী কর্মসূচির সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে।’
এদিকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের নগর স্বাস্থ্য কেন্দ্র, দাতব্য চিকিৎসালয়, ওয়ার্ড অফিস পরিদর্শনে দেখা যায়, করোনা ভ্যাকসিন নিতে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন ওয়ার্ডেও ভলান্টিয়ারগণ। নারী-পুরুষেরা লাইনে দাঁড়িয়ে নিবন্ধন শেষ করছেন। বেশ কিছু এলাকায় মাইকিং করতেও দেখা যায়। ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বেড়েছে।
চসিক সূত্রে জানা গেছে, করোনা ভ্যাকসিনেশনের জন্য ওয়ার্ডভিত্তিক নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবেন প্রতি ওয়ার্ডের ভলান্টিয়ারগণ। এসব নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে নগর স্বাস্থ্য কেন্দ্র, দাতব্য চিকিৎসালয় ও ওয়ার্ড অফিসে। ভ্যাকসিন প্রত্যাশীদের পরিচয় পত্রসহ পূর্বে নিবন্ধন করেছে কিনা তা জেনে ক্রমানুসারে নিবন্ধন লিপিবদ্ধ করতে হবে। কারণ অনলাইন নিবন্ধন করতে গেলে টিকাদনে কেন্দ্রের নাম সিলেকশনে ঝামেলা পোহাতে হতে পারে। এতে আঠার এর উপরে যেকোনো নাগরিক নিতে পারবে করোনা ভ্যাকসিন। লিপিবদ্ধ করা এসব মানুষকে ক্রমানুসারে দেওয়া হবে ভ্যাকসিন। ভ্যাকসিন প্রদানের পরে ওয়ার্ড অফিস থেকে এসব নথি সিটি করপোরেশন বরাবর পাঠালে তা অনলাইন ইনপুট দেওয়া হবে বলে জানা যায়।
২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের নগর স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেছে, রাস্তায় নারী-পুরুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে করোন ভ্যাকসিন নিতে নিবন্ধন করতে। দ্বিতীয় তলায় চলছে নিবন্ধন কার্যক্রম। এতে ভলান্টিয়ার স্বাস্থ্যবিধি মেনে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন। নিবন্ধন কার্যক্রমে কর্মরত ওয়াহেদ বলেন, ‘মঙ্গলবার থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এলাকাবাসী এসে নিবন্ধন করে যাচ্ছে।’ নিবন্ধনের প্রক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘ভ্যাকসিনের জন্য নিবন্ধনকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জন্মতারিখ, জাতীয় পরিচয় পত্র নম্বর ও পূর্বে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে কিনা তা জানতে চাইছি। এবং ক্রমানুসারে নিবন্ধন করছি। নিবন্ধনের ক্রমানুসারে দেওয়া হবে করোনা ভ্যাকসিন।’
নগরের ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড অফিসে চলছে করোনা ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম। এতে ভ্যাকসিন প্রত্যাশিদের সুশৃঙ্খল লাইনে দাঁড় করিয়ে ভলান্টিয়ারগণ নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন। তারা কোন লিপিবদ্ধকরণ না করে সুরক্ষা এ্যাপে নিবন্ধন করতে দেখা যায়। ভলান্টিয়ার ইয়াসিন আরাফাত বলেন, ‘মঙ্গলবার থেকে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছি। এ পর্যন্ত ৩শ’ মানুষের নিবন্ধন শেষ হয়েছে। তবে সুরক্ষা অ্যাপস সার্ভার ডাউন থাকায় এখন আর নিবন্ধন নিচ্ছে না।’
১নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম সুপ্রভাতকে বলেন, ‘ভলান্টিয়ারের মাধ্যমে ইউনিট পর্যায়ে নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। তবে অনলাইন নিবন্ধনে সমস্যা হওয়ার কারণে আপাতত বন্ধ রয়েছে। যতটুকু পারা যায় নিবন্ধন করেছে।’
এদিকে ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী সুপ্রভাতকে বলেন, ‘সোমবার সিটি করপেরেশেনের মিটিং থেকে আসার পরেই ভলান্টিয়ারদের এ নির্দেশনা সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে ভ্যাকসিন প্রত্যাশীদের নাম কম্পোজ করে লিপিবদ্ধ করা হচ্ছে।
উল্লেখ্য, চসিকের ওয়ার্ডভিত্তিক করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত চলমান থাকার কথা ছিল।