৭১ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৭১ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে।
জানা যায়, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির বিশেষ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি টহল দল অভিযানে যায়। মৎস্যঘেরের পাশে পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে রাত সোয়া ৮টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির নিয়মিত টহল দল লেদা খালের নাফনদীর বেড়িবাঁধ সংলগ্ন লবণ মাঠ দিয়ে দুজন লোকজন আসার সময় বিজিবি চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি বস্তাসহ উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলমকে (২২) আটক করে। তার কাছ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।