২৭ মার্চের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে

মহানগর বিএনপির সভায় ডা. শাহাদাত

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই কর্মসূচির অংশ হিসাবে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তাই ২৭ মার্চের কর্মসূচি সফল করার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তিনি গতকাল রোববার বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি সফল করার লক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ.এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, সদস্য শামসুল আলম, হারুন জামান, হাজী মো. আলী, মাহাবুবুল আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, এইচ এম রাশেদ খান, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, শেখ নুর উল্লাহ বাহার, শামছুল আলম, মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী বাবুল হক, মোশারফ হোসেন দিপ্তী, মো. সালাউদ্দিন, ডা. নুরুল আফসার, সরফরাজ কাদের রাসেল, মো. আজম উদ্দিন, মো. সেকান্দর, আবদুল্লাহ আল হারুন, থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাহাব উদ্দিন, জসিম উদ্দিন জিয়া, নূর হোসেন, শরিফ উদ্দিন খান, হাবিবুর রহমান, আবদুল কাদের জসিম, মো. জাহাঙ্গির আলম, বেলায়েত হোসেন বুলু, জেলী চৌধুরী, সচিব মনিরুজ্জামান মুরাদ, সাইফুল আলম, শরিফুল ইসলাম তুহিন, এস এম মফিজ উল্লাহ, নবাব খান, কাজী শামছুল আলম, হাজী মো. ইলিয়াছ, মোশারফ জামান, মো. ইলিয়াছ, ইলিয়াছ চৌধুরী, আশরাফ উদ্দিন, জানে আলম জিকু, খাজা আলাউদ্দিন, সাইফুল আলম, মো. আসলাম, খন্দকার নুরুল ইসলাম, আলি আব্বাস খান, মো. বেলাল, শরিফুল ইসলাম, মো. আজম প্রমুখ। বিজ্ঞপ্তি