গণতন্ত্রের জন্য আন্দোলনের ব্যাপক প্রস্তুতি নিতে হবে

জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন পরিষদের জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, গণতন্ত্র এবং বাক স্বাধীনতার জন্য এখনও রাজপথে রক্ত ঝরাতে হচ্ছে। তাই আগামী দিনে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য আবারো আন্দোলনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্রের পতন ঘটাবে।
তিনি গতকাল ২১ মার্চ সকাল ১০ টায় চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সাংস্কৃতিক ফোরাম জাতীয় নির্বাহী কমিটির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদ্যাপন পরিষদের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফরোজা জলি, মো. একরামুল হক, মো. এ জে সম্রাট, পারভীন আক্তার ফারহানা রোজা, মো. সাজ্জাদ হোসেন খান, সেলিনা তানজিনা, ফরিদা ইয়াসমিন, মো. সালাহ উদ্দিন, শিমুল দেব, মো.সেলিম মাহমুদ, এন কান্তি ভৌমিক, মো. আশরাফ হোসেন, মো. সাইফুল আলম, ইমতিয়াজ হোসেন জনি, রাজিব মালাকার প্রমুখ। কর্মসূচির মধ্যে রয়েছে ২২ মার্চ সকাল ৯.৩০ মিনিটে চিত্রাংকন প্রতিযোগিতা। বিষয় ঃ ক- বিভাগ-জাতীয় পতাকা ও শাপলা ফুল। খ- বিভাগ-স্মৃতি সৌধ ও উদিত সূর্য। গ- বিভাগ-মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা ও মানচিত্র। রচনা প্রতিযোগিতা (লিখে জমা দিতে হবে)। বিষয় ঃ ক- বিভাগ-মেজর জিয়াউর রহমানের শৈশবকাল ৩০০ শব্দ। খ- বিভাগ-মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়া-৭৫০ শব্দ। গ- বিভাগ-বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি জিয়া ১০০০ শব্দ। স্থান ঃ ইসলামিয়া সিটি কনভেনশন হল, কে.সি দে রোড, সিনেমা প্যালেস, চট্টগ্রাম। ২৪ মার্চ বিকাল ঃ ৩টা ৩০ মিনিটে সুবর্ণ জয়ন্তী আলোচনা সভা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বীর উত্তম শহীদ জিয়া পদক’ ২১ এবং সনদ বিতরণ অনুষ্ঠান। স্থান ঃ চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তন। ২৫ মার্চ দুপুর ১টা ৩০ মিনিটে বিএনপির মহানগর দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত। ২৬ মার্চ সকাল ৯ টায় জিয়াউর রহমানের প্রথম মাজার রাঙ্গুনিয়ায় পুস্পস্তবক অর্পণ, দুপুর ১২ টায় ষোলশহর বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পন এবং ২৭ মার্চ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রামের কর্মসূচিতে অংশগ্রহণ। বিজ্ঞপ্তি