হত্যার দায় স্বীকার শিক্ষকের

পিটিয়ে শিক্ষার্থী হত্যা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি »

খাগড়াছড়িতে রোববার মাদ্রাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থী আবিরের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আমিন হোসাইন হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুক্তা ধর।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, পড়ালেখায় মনোযোগী না হওয়ায় প্রায় সময় নিহত আবিরকে নির্মম ভাবে মারধর করত আমিন। ঘটনার আগের দিন এবং রোববারও তাকে মারধর করা হয়। আবিরের মৃত্যুর পর পালিয়ে কুমিল্লা, ঢাকাসহ বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। সবশেষ প্রযুক্তির সাহায্যে তাকে সোমবার রাতে নগরীর চান্দগাঁও থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, রোববার খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ির বায়তুল আমান হেফজখানায় মারধর করা হয় শিক্ষার্থী আবিরকে। পরে হাসপাতালে নেয়ার পর মৃত ভেবে মরদেহ রেখে পালিয়ে যায় আমিন। এ ঘটনায় নিহতের বাবা সারোয়ার বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।