স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আইসিইউ’র বিশেষ প্রদর্শনী সিলভার স্ক্রিনে

আগামীকাল ২২ জানুয়ারী, রবিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের ‘সিলভার স্ক্রীন’ প্রেক্ষাগৃহে “WIND STORIES” নিবেদিত লিটন কর-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ICU (I SEE YOU)’র একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটিতে উপস্থিত থাকবেন চট্টগ্রামের সাংস্কৃতিক অংঙ্গনের বিশিষ্টজনরা।
উইন্ড স্টোরিস্ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ICU চলচ্চিত্রটি ভূটানের ড্রুক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল ২০২২ এ ‘সেরা নবাগত পরিচালক’ এবং ওয়ার্ল্ড ফিল্ম কার্নিভাল সিঙ্গাপুর থেকে ‘সেরা নির্বাক চলচ্চিত্র’ পুরুস্কার সহ এ পর্যন্ত বিশ্বের ১৪ টি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে, এর মধ্যে উল্ল্যেখযোগ্য ভারতের দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল ২০২২, লিফট-অফ গ্লোবাল নেটওয়ার্ক-ইউ. কে, লিফট-অফ গ্লোবাল নেটওয়ার্ক-সিডনি ২০২২, ফেস্টিভেল ডেল সিনেমা ডি সেফালু-ইতালি ২০২২, রোটারী ফিল্ম ফেস্টিভেল-তুর্কী ২০২২, গোয়া ফিল্ম ফেস্টিভেল ২০২২-ইন্ডিয়া, কেরেলা ফিল্ম ফেস্টিভেল ২০২২, কেরেলা। কলকাতা ইন্টান্যাশনাল ফিল্ম ফেস্টিভেল ২০২২।
চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেত্রী সুষমা সরকার এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা ও স্বনামধন্য অভিনেত্রী জাকিয়া বারি মম।
চলচ্চিত্রটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন লিটন কর, সঙ্গীত পরিচালনা করেছেন রাশেদ শরীফ শোয়েব, শব্দ পরিকল্পনা করেছেন সজীব রঞ্জন বিশ্বাস ও রাজেশ সাহা, শিল্প নির্দেশনা করেছেন গৌতম কর, সম্পাদনা করেছেন শরীফ আহমেদ ও নির্বাহী প্রযোজক ছিলেন তানভীর হোসাইন।
এখানে উল্লেখ্য চলচ্চিত্রটির পরিচালক লিটন কর-চট্টগ্রাম চারুকলা কলেজের ড্রইং ও পেইন্টিং বিভাগের প্রাক্তন ছাত্র, এবং সে সময় তিনি দৈনিক পূর্বকোণ পত্রিকায় “চট্টগ্রামের ঐতিহ্য” শিরোনামে চট্টগ্রামের ঐতিহাসিক স্থাপত্যের নিজের আঁকা পেন স্কেচ ও ইতিহাস নির্ভর পাক্ষিক কলাম লেখার পাশাপাশি যুক্ত ছিলেন তির্যক নাট্য দল সহ চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে। বিজ্ঞপ্তি