সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড »
সীতাকুণ্ডের কোরবান আলী সোহেল হত্যা মামলার আসামি আব্দুল মোমিন সুমন (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব চট্টগ্রাম-৭ এর অভিযানিক দল। মঙ্গলবার বিকাল ৪টায় খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুমন সীতাকুণ্ড মুরাদপুরের দোয়াজিপাড়া নিবাসী আব্দুল মান্নানের ছেলে।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঞ্চল্যকর কোরবান আলী সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি খাগড়াছড়ি জেলার রামগড়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দল আব্দুল মোমিন সুমনকে যথাস্থান থেকে গ্রেফতার করে। গ্রেফতার পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, সোহেল হত্যা মামলার আসামি সুমনকে সীতাকুণ্ড থানায় মঙ্গলবার বিকালে হস্তান্তর করার পর তাকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নিহত সোহেল এর পিতা মুরাদপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন গত ১৮ মে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করার পর র‌্যাব-৭ উক্ত ঘটনায় তদন্ত শুরু করে। উক্ত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ৪টি মামলা রয়েছে।