সীতাকুণ্ডে পিকআপে দুর্বৃত্তদের আগুন চালক আহত

  • মালামাল পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড »

সীতাকুণ্ডে ঢাকামুখী একটি প্লাস্টিকের ড্রামভর্তি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক আহত হয়েছেন। উপজেলার মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া এলাকায় গতকাল ভোর সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া এলাকার মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীতে সড়কে ত্রিকোণ আকৃতির ছোট ছোট পাতলা লোহার এঙ্গেল ফেলে দুর্বৃত্তরা। এতে ঢাকামুখী পিকআপ ভ্যানের চাকা পাংচার হলে গাড়িটি দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ সড়কের পাশের একটি পুকুর পাড়ে লুকিয়ে থাকা কিছু দুর্বৃত্ত এসে পিকআপ ভ্যানে আগুন দেয়। এতে পিকআপে থাকা প্লাস্টিকের ড্রামসহ গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। দুর্বৃত্তদের দেয়া আগুনের লেলিহান শিখায় গাড়ির চালক শাহিন (২৪) আহত হন।
পিকআপ ভ্যানের মালিক আবু নাছের রবিন জানান, চট্টগ্রাম নগরী থেকে তার গাড়ির চালক পিকআপ নিয়ে সীতাকুণ্ড পৌরসদরসহ মাছের আড়তে যাচ্ছিল। পথিমধ্যে পিকআপটিতে দুর্বৃত্তরা আগুন দেয়, আগুনে পুড়ে যাওয়া মালামালসহ ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আযাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তের দেওয়া আগুনে পিকআপ ভ্যান ও এটার ভেতরে থাকা প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।