সিএমপির অপরাধ সভা : মাদক ও ছিনতাই প্রতিরোধে তৎপর হওয়ার তাগিদ

নগরীর দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে গতকাল সকাল ১১টায় সিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ছিলেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। সভায় সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে মাদক ও ছিনতাই প্রতিরোধে তৎপর হতে বলেন। সেপ্টেম্বর-২০২০ মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৪৯ পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের নগদ ২ লক্ষ ৩২ হাজার টাকা ও সম্মাননা সনদ প্রদান করা হয়। সেপ্টেম্বর-২০২০ মাসে শ্রেষ্ঠ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শক (ওয়ারেন্ট তামিলকারী), শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (মামলা নিষ্পত্তিকারী) এর সম্মাননা সনদ প্রাপ্ত হয়েছেন যথাক্রমে উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, এসআই/মো. বদিউল আলম, আকবরশাহ থানা, এসআই/মো. সাইফুল আলম, কোতোয়ালী থানা, এএসআই/জিন্টু বড়ুয়া, পাহাড়তলী থানা, এসআই/সুমন দে, কর্ণফুলী থানা। বিজ্ঞপ্তি