সার্কিট হাউসের সামনে মানবতার দেয়াল উদ্বোধন

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-এ বিষয়কে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিছু নতুন ও ব্যবহৃত কাপড় বক্সে রেখে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. মাসুদ কামালসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ব্যবহৃত অপ্রয়োজনীয় জিনিস রেখে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়ার লক্ষ্যে সার্কিট হাউসের সামনে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। যে কেউ ইচ্ছে করলে এখানে ব্যবহৃত জিনিসপত্র রেখে যেতে পারেন এবং যাদের প্রয়োজন হবে সেখান থেকে জিনিস নিয়ে যেতে পারবেন। বিজ্ঞপ্তি