সামাজিক দূরত্ব না মানায় ৪ মামলা

নগরীর হালিশহর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক :
করোনার সংক্রমণ ও বিস্তার ঠেকাতে নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (২০ মে) নগরীর বাকলিয়া, সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং ও হালিশহর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪টি মামলায় ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান সুপ্রভাতকে বলেন, হালিশহর এলাকায় পুলিশ নিয়ে চালানো অভিযানে সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারায় ফইল্যাতলি বাজার এলাকার পাদুকা শু স্টোরকে ১ হাজার ও সানফ্লাওয়ার স্টোরকে ৩ হাজারসহ মোট ৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরো বলেন, সোস্যাল ইসলামী ব্যাংক হালিশহর শাখায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সতর্ক করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক চালানো পৃথক অভিযানে কোন মামলা বা জরিমানা আদায় করা হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।