সরকার প্রতিবন্ধীদের জন্য সুযোগের সমতা নিশ্চিত করেছে : নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিবন্ধী, দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে। সরকার প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ার সমসুযোগ সৃষ্টির লক্ষ্যে একীভূত শিক্ষা নীতি প্রণয়নসহ বিশেষায়িত প্রতিবন্ধী স্কুল পরিচালনা করছে।

গতকাল শনিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এ কথা বলেন।

‘অন্তর্ভুক্তমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা’ প্রতিপাদ্যে গতকাল ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর, নগরীর ষোলশহরের এলজিইডি মিলনায়তনে নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ (হুইল চেয়ার, সাদাছড়ি, হেয়ারিং এইড) বিতরণ, প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ ও শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীরের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. বাসনা মুহুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু ও ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির উপপরিচালক মোশাররফ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, পিএইচটিসির তত্ত্বাবধায়ক মোহাম্মদ কামরুল পাশা ভুঁইয়া, সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম, আরটিসির অধ্যক্ষ মো. আফতাব উদ্দিন চৌধুরী, সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, মো. আশরাফ উদ্দিন, যোবায়ের আলম, পারুমা বেগম, তানজিনা আফরিন, সাবরিনা রহমান লিনা, রাজীব আচার্য্য ও দেলোয়ার হোসাইন। বিজ্ঞপ্তি