সপ্তাহব্যাপী রাবারভিত্তিক শিল্পপণ্য মেলা কাল শুরু

নিজস্ব প্রতিবেদক »

শিল্প কারখানায় ও বাস-ট্রাক, প্রাইভেটকার, টেম্পো, বাইসাইকেলের টায়ারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বজুড়ে রাবারের ব্যবহার করা হয়। অনেক দেশ রাবার থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বাংলাদেশেও রয়েছে অনেক রাবার বাগান। রাবারের বিভিন্ন পণ্য বাংলাদেশও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে।

প্রাকৃতিক রাবার চাষ ও রাবার শিল্পের বিকাশ ঘটাতে প্রথমবার সপ্তাহব্যাপী মেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রাবার বোর্ড। মেলা শুরু হবে আগামীকাল ৭ সেপ্টেম্বর। শেষ হবে ১৪ সেপ্টেম্বর।

গতকাল সোমবার বাংলাদেশ রাবার বোর্ড চট্টগ্রাম কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান।

তিনি বলেন, বাংলাদেশে রাবারে অপার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশের ১২ জেলায় ১ লাখ ২০ হাজার একর জমিতে রাবার চাষ হচ্ছে। দেশে ফলজ বাগান করলে এককালীন কর্মের সুযোগ থাকে। কিন্ত রাবার চাষে পূর্ণকালীন কাজের সুযোগ রয়েছে। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে।

রাবার বোর্ড গঠন হয় ২০১৩ সালে। বোর্ড গঠনের পর রাবার শিল্পের পণ্য রপ্তানি করে ১৬-১৭ অর্থবছরে ২৪.৯২ মিলিয়ন ইউএস ডলার, ১৭-১৮ বর্ষে ২৫.৮৩ মিলিয়ন ডলার, ১৮-১৯ বর্ষে ২৭.১৫ মিলিয়ন ডলার, ১৯-২০ বর্ষে ২৬.২২ ডলার এবং ২০-২১ সালে এসে তা দাঁড়ায় ৩৪.২৩ ইউএস ডলারে। তা দিনদিন বেড়ে চলেছে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের সাথে রাবার সংশ্লিষ্ট কৃষি ও শিল্প খাতের অবদান জাতীয় প্রবৃদ্ধিতে সংযুক্ত করার প্রয়াসে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রাবার বোর্ড। সংবাদ সম্মেলনে স্টেকহোল্ডার এবং সংশ্লিষ্ট সকলের সহোযোগিতা প্রত্যাশা করা হয় ।

সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করবেন পরিবেশ, বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দীন। এছাড়া অনুষ্ঠানে উপমন্ত্রী হাবিবুন নাহার, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম ডিআইজি রেঞ্জ মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম পুলিশ কমিশনার কৃষ্ঞপদ রায়, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট পরিচালক ড. রফিকুল হায়দার উপস্থিত থাকবেন।