সন্দ্বীপে দুদিনের সফরে সিইসি

নিজস্ব প্রতিনিধি, সন্দ্বীপ »

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো জন্মস্থান সন্দ্বীপ সফরে এলেন দেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল শনিবার সকাল ১১টায় তিনি কুমিরা ঘাটে এসে পৌঁছালে সন্দ্বীপ উপজেলার নির্বাহী অফিসার সম্রাট খীসা তাকে ফুল দিয়ে বরণ করেন।
এরপর সকাল দুপুর ১২টায় সিইসি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে আসেন। সেখান থেকে উপজেলা পরিষদ কম্পাউন্ডে পৌঁছলে তাকে উপজেলা পরিষদ চত্বরে গার্ড অব অনার প্রদান করে সন্দ্বীপ থানার একটি পুলিশ দল।
পরে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর পর সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজ এলাকায় এলেন সরকারি কর্মসূচিতে অংশ নিতে। ২০ মার্চ (আজ) সন্দ্বীপে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা এই প্রতিবেদককে জানান- রোববার সন্দ্বীপ উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিইসি স্মার্টকার্ড বিতরণ করবেন।
এছাড়া নিজ বাড়িতে থেকে দুদিনের সফরে তিনি পারিবারিক বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন। এ জন্য প্রশাসনের পক্ষ হতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।