চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজডুবি, এখনও নিখোঁজ ৫ নাবিক

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে আলফা অ্যাংকরেজে পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবেছে। সিমেন্ট ক্লিংকারবোঝাই এই লাইটার জাহাজ ডুবির ঘটনায় এখনও পাঁচ নাবিকের খোঁজ মেলেনি।

জাহাজটিতে প্রায় ১ হাজার ৪০০ টন সিমেন্ট ক্লিংকার রয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে।

বহির্নোঙরে বড় জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার বোঝাই করে ফিরছিল ‘এমভি টিটু-১৪’ নামের জাহাজটি। এ সময় আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজের ১৩ নাবিকের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের পূর্ব জোনের একজন কর্মকর্তা সুপ্রভাতকে বলেন, ‘উদ্ধারকৃতরা জানান লাইটার জাহাজটি একটি বালুবাহী ড্রেজারের সাথে ধাক্কা লেগে ডুবে গেছে। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার পর কোন ড্রেজার দেখা যায়নি। তবে লাইটার জাহাজটি পুরোপুরি ডুবে গেছে।’

তিনি আরও বলেন, ‘লাইটার জাহাজটিতে ১২ জন ক্রু ছিলেন। যদিও ১৩ জন থাকার কথা। জানতে পারি একজন ছুটিতে ছিলেন। এ পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি চারজনকে উদ্ধারের জন্য প্রচেষ্টা চলছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানে চারটি বোট ও দুটি জাহাজ কাজ করছে। লাইটার জাহাজটির বাকি সদস্যদের উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক সুপ্রভাতকে বলেন, ‘সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই লাইটার জাহাজটিতে ক্রু এবং শ্রমিক মিলিয়ে ১৩ জন ছিলেন। তাদের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে বন্দরের জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।’