শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে ৮ বাংলাদেশি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের প্লেয়ার ড্রাফটে আছেন ৮ বাংলাদেশি ক্রিকেটার। সবমিলিয়ে আছেন ৬৭৭ ক্রিকেটার লঙ্কান এই টুর্নামেন্ট খেলতে নিজের নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে থেকে ২২৫ খেলোয়াড়কে অনুমোদন দিয়েছে লঙ্কা ক্রিকেট বোর্ড। সেখানে আছেন ৮ বাংলাদেশি।
৮ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল নেই। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে এই তালিকায় আছেন মেহেদী হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস ও ইবাদত হোসেন।
লঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর হওয়ার কথা ছিল জুলাই-আগস্টে। কিন্তু বিদেশি খেলোয়াড়রা দ্য হান্ড্রেড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকায় পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত হবে পাঁচ দলের এই প্রতিযোগিতা।