‘বাংলাদেশ নয়, চাপে থাকবে নেপাল’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

সাফের ফাইনালে খেলতে হলে নেপালকে হারাতেই হবে বাংলাদেশকে। যার কোন বিকল্প নেই। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গড়াবে আগামী বুধবার। নিজেদের ঝালিয়ে নিতে সোমবার বিকালে ঘাম ঝরিয়েছে জাতীয় দল। অনুশীলনের পর উইঙ্গার রাকিব হোসেনের মনে হয়েছে, এই ম্যাচে আসলে বাংলাদেশ নয়, চাপে থাকবে নেপাল!
দুই হলুদ কার্ডের কারণে মালদ্বীপের বিপক্ষে গ্যালারিতে স্থান হয়েছিল রাকিব হোসেনের। সেখান থেকেই দলের হার দেখেছেন! তবে খেলতে না পারলেও দলের হার কষ্ট দিয়েছে তাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া ভিডিও বার্তায় রাকিব সেই কথাই বলেছেন, ‘সবাই চেষ্টা করেছে। কিন্তু হয়নি। কষ্ট লেগেছে দল হেরেছে বলে। তবে পরের ম্যাচে সবার সেরাটা দেওয়ার ইচ্ছা। ভালো খেলে জিততে চাই।’
ফাইনালে যেতে হলে শেষ ম্যাচটা বাংলাদেশের ম্যাচ জিততেই হবে। বিপরীতে নেপালকে ড্র করলেই চলবে। তবে হিমালয়ের দেশটিকে কোনও সুযোগ দিতে নারাজ অস্কার ব্রুজনের দল। অনুশীলনে আক্রমণাত্মক ফুটবলের দিকে জোর দিয়েছেন স্প্যানিশ কোচ। তাই রাকিবের মনে হচ্ছে, শেষ ম্যাচে আসলে চাপে থাকবে নেপাল, ‘মাঠে যখন থাকি, তখন গোল করার চেষ্টা থাকে। সামনের দিকে নিজেদের প্রমাণ করার সুযোগ আছে। অ্যাটাকিং খেলার জন্য সবাই চেষ্টা করছি(অনুশীলনে)। এখন সবকিছু বলা যাবে না। তবে এই ম্যাচে আমরা নয়, ওরা চাপে থাকবে।’
জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপুও এই দল নিয়ে আশাবাদী। বাংলাদেশের সমর্থকদের হতাশ করবে না জামালরা-এমনটি জানিয়ে তিনি বলেছেন, ‘নেপালকে হারাতেই হবে। কোচ সেই লক্ষ্যে ট্রেনিং প্ল্যান করেছে। আশা করছি, ছেলেরা কাউকে হতাশ করবে না। ওরা লড়াই করার জন্য প্রস্তুত।’