শিশু একাডেমি : সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উপলক্ষে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে অটিস্টিক ও সুবিধা বঞ্চিত শিশুদের চিত্রাংকন, সংগীত ও যেমন খুশী সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিশু একাডেমির আয়োজনে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং রজনীগন্ধার সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বি৪ ৩১৫ এর গর্ভনর লায়ন সুকান্ত ভট্টাচার্য।
এতে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম রজনীগন্ধার প্রেসিডেন্ট লায়ন হাজেরা সুলতানা। বক্তব্য রাখেন ২য় ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকি পিএমজেএফ, লায়ন আশীষ কুমার, লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন জাহানারা বেগম, লায়ন সোহেলা রহমান, লায়ন আলিয়া আরিফ, লায়ন নাসিমা রহমান, লায়ন আলেয়া আরিফ প্রমুখ ।
আলোচনা সভার পর শিশু একাডেমি পরিচালিত ১০টি কেন্দ্রের ৩০০ জন অটিস্টিক ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ দুপুরের খাবার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারী সকলকে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি