শান্তিতে নোবেল পেলেন সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ

মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ।

সুপ্রভাত ডেস্ক »

গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কাজ করার জন্য শান্তিতে নোবেল পেলেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

আজ শুক্রবার অসলোতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে তাদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কার বিজয়ীরা পাবেন ১১ লাখ ডলার। ৩২৯ জন প্রার্থীর মধ্যে তাদের নির্বাচিত করা হয়।

ফিলিপাইন ও রাশিয়ায় মত প্রকাশের জন্য সাহসিকতার সঙ্গে কাজ করায় তাদেরকে যৌথভাবে বিশ্বের সবচেয়ে সম্মানিত এই পুরস্কার প্রদান করা হয়েছে।

বিশ্বে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সব সাংবাদিকের প্রতিনিধি হিসেবে তাদের ২ জনকে এই পুরস্কারে ভূষিত করা হলো।

মারিয়া রেসা নিউজসাইট র‌্যাপলারের সহ-প্রতিষ্ঠাতা। তিনি ‘ক্ষমতার অপব্যবহার, সহিংসতা ও ফিলিপাইনে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে’ স্বাধীনভাবে মত প্রকাশ করে আসছেন।

নোবেল কমিটি জানায়, মুরাতভ স্বাধীন সংবাদপত্র নোভাজা গাজেটার’র সহ-প্রতিষ্ঠাতা। তিনি কয়েক দশক ধরে রাশিয়ায় ক্রমবর্ধমান বিরূপ পরিস্থিতিতেও বাকস্বাধীনতা রক্ষা করেছেন।

২০২০ সালে শান্তিতে নোবেল পায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এর আগের বছর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী শান্তিতে নোবেল পুরস্কার পান।

এ পর্যন্ত ১০২ বার শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। আগের বিজয়ীদের মধ্যে আছেন নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ ও সাবেক ৪ মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র : ‍বিবিসি ও সিএনএন