শনাক্ত একশর নিচে : করোনায় আরও একটি মৃত্যুহীন দিন

সুপ্রভাত ডেস্ক »

করোনাভাইরাস মহামারিতে আরও একটি মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ, তিন দিন পর শনাক্ত রোগীর সংখ্যা নেমে এল ফের একশর নিচে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৯২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে নতুন করে কোনো কোভিড রোগীর মৃত্যুর খবর আসেনি। খবর বিডিনিউজের।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শুন্য দশমিক ৭৬ শতাংশে নেমে এসেছে। দেশে করোনাভাইরাস মহামারির শুরুর দিকে ২০২০ সালের ৩১ মার্চ শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ। এরপর শনাক্তের হার এর চেয়ে নিচে আর নামেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে মহামারির মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫১ হাজার ৭২ জন হয়েছে। নতুন কারও মৃত্যুর খবর না আসায় মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ জনই আছে।

বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ৬৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। আর তাদের মধ্যে ৫৬ জনই ঢাকা জেলার।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও এক হাজার ১১৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৭৪ হাজার ৭১৫ জন সুস্থ হয়ে উঠলেন।