লোহাগাড়ায় পানির গর্তে পড়ে মৃত্যু বন্যহাতির

নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া »

লোহাগাড়ায় চুনতি ইউনিয়নে লম্বাশিয়া গহীন পাহাড়ি এলাকায় পানির গর্তে পড়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোররাতে বন্যহাতিটি মারা গেছে বলে স্থানীয়দের ধারণা।
গতকাল সকাল বেলা এ বন্যহাতিটি পানিতে ভাসতে দেখে বন বিভাগের লোকজনদের জানানো হয়। ধারণা করা হচ্ছে বন্যহাতিটি পানি পান করতে গিয়ে উক্ত গর্তে নামলে কাদায় আটকে পড়ে মারা যায়। হাতিটির বয়স অন্তত দু’বছর বলে জানা যায়।
অন্য এক সূত্রমতে, অপর হাতির সাথে মারামারি করতে গিয়ে গর্তে পড়ে যায় এ হাতিটি। ফলে কাদামাটিতে আটকে পড়ে প্রাণ হারায়। গতকাল সকাল থেকে ঘটনাস্থলের আশ-পাশে ১০/১২টি বন্যহাতি অবস্থান করছে বলে স্থানীয় লোকজন জানায়।
সংশ্লিষ্ট বনবিট সূত্র জানায়, হাতিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের পদক্ষেপ নেয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এ হাতির মৃত্যুর কারণ।