লাল হয়ে গেছে শনি গ্রহ

সুপ্রভাত ডেস্ক :
নতুন কোনো মহাজাগতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। নাসার হাবল মহাকাশ টেলিস্কোপ সম্প্রতি শনি গ্রহের মৌসুম পরিবর্তনের ছবি ধারণ করেছে। বৃহস্পতিবার তা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা।
ছবিতে শনি গ্রহের বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে গ্রহটির উত্তর গোলার্ধ কিছুটা লাল রঙ ধারণ করেছে। শনির বলয়ও স্পষ্টভাবে ফুটে উঠেছে ছবিতে। এই বলয়ে রয়েছে ছোট-বড় অসংখ্য বরফ খ- ও গ্যাস।
শনি গ্রহে এখন গ্রীষ্মকাল চলছে বলে ধারণা করছেন নাসার বিজ্ঞানীরা। সেখানকার গ্রীষ্মকাল একেবারেই আলাদা। সূর্যের তাপের কারণে হয়তো শনির উত্তর গোলার্ধ লাল হয়ে আছে। তবে গ্রহটির গড় তাপমাত্রা মাইনাস ১৭৯ ডিগ্রি সেলসিয়াস। নাসার প্রকাশিত ছবিতে বলয়ের বাইরে ডান দিকে ‘এনসালাডাস’ ও নিচে ‘মাইমাস’ নামের দুটি উপগ্রহ দেখা যাচ্ছে। তবে শনির উপগ্রহ সংখ্যা দুটি নয়, ৮২টি। এর মধ্যে ৫৩টির নাম প্রকাশিত হয়েছে।
১৯৯০ সালের ২৪ এপ্রিল হাবল টেলিস্কোপ আত্মপ্রকাশের পরই মহাজাগতিক সৌন্দর্য তুলে ধরছে মানবজাতির কাছে। এটির মাধ্যমে বিভিন্ন গ্রহ-উপগ্রহ পর্যবেক্ষণ করে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি তথ্য পেয়েছে নাসা।
খবর : ডেইলিবাংলাদেশ’র।