রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম নগরীর বড় এলাকা

ফ্লাইওভারে যানজট আর নিচে পানি। রোববার সকাল ৬টায় তোলা ছবি।

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে রাতভর টানা বৃষ্টি হয়েছে। রেকর্ড বৃষ্টিপাতে নগরীর বড় এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। চকবাজার, বহদ্দারহাট, বাদুরতলা, ষোলশহর ২নং গেট, সিডিএ অ্যভিনিউ,  চান্দগাঁও আবাসিক এলাকা, হালিশহর, কাগাসগোলা, রহমতগঞ্জ, শান্তিবাগ, আনন্দবাজার ডিসি রোড এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মধ্যরাত থেকে  দীর্ঘ যানজটের কবলে আখতারুজ্জামান ফ্লাইওভার। ফ্লাইওভারে শত শত ট্রাক আটকা পড়ে আছে। সিডিএ অ্যভিনিউ রোডের মুরাদপুর এন মোহাম্মদের সামনে থেকে বহদ্দারহাট পর্যন্ত অংশে কোমর সমান পানি থাকায় কোনো গাড়ি ফ্লাইওভার থেকে নামতে পারছে না। দুর্ভোগ আর চরম ভোগান্তিতে নাকাল নগরবাসী।