রাঙ্গুনিয়ায় আগুনে দগ্ধ হয়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গুনিয়া »

রাঙ্গুনিয়ায় আগুনে দগ্ধ হয়ে কিশোরীর মৃত্যু হয়েছে। তার নাম সুপ্তা দাশ (১৬)। ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, উপজেলার পৌরসভার তিন নম্বর ওয়ার্ড দাশপাড়া গ্রামের নলিনি দাশের মেয়ে সুপ্তা দাশ ২ নভেম্বর সকালে আগুনে ঝলসে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ৯ নভেম্বর ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর তার মৃত্যু হয়। ১১ নভেম্বর লাশ ময়নাতদন্ত শেষে গতকাল পৌরসভার দাশপাড়া গ্রামে কিশোরীর লাশ দাহ করা হয়।

নিহত পরিবারের উদ্ধৃতি দিয়ে পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ বলেন, রান্নার সময় অসাবধানতাবসত চুলার আগুন থেকে ঐ কিশোরী অগ্নিদগ্ধ হয়।

রাঙ্গুনিয়া থানার এসআই প্রদীপ কুমার মজুমদার বলেন, চুলা থেকে আগুন লেগে ঐ কিশোরী অগ্নিদগ্ধ হয়েছে বলে পরিবার দাবি করছে। তবে এটি দুর্ঘটনা না অন্য কিছু তদন্তের পরে জানা যাবে।