রাউজানের গহিরা দলই নগরে পুরাতন দিঘি খনন

নিজস্ব প্রতিনিধি, রাউজান :

রাউজান উপজেলার ৪ নম্বর গহিরা ইউনিয়নের গহিরা দলই নগর এলাকায় ২শ বছরের পুরাতন মহিয়ার দিঘিটি ভরাট হয়ে যায় ।

৮ একর আয়তনের মহিয়ার দিঘির শতাধিক পরিবারের মালিকানা রয়েছে । ভরাট হওয়া মহিয়ার দিঘিটি দিঘির মালিকেরা যৌথভাবে খনন করা উদ্যোগ নেয় । গত দুমাস ধরে ভরাট হওয়া মহিয়ার দিঘিটি খনন কাজ চালিয়ে ভরাট হওয়া দিঘিটি মাটি খনন করে দিঘিটি তার প্রাণ ফিরে পায় । মহিয়ার দিঘির অংশীদার মোম্মদ হানিফ, মেম্বার এয়ার মোহাম্মদ জানান, ভরাট হয়ে যাওয়া মহিয়ার দিঘিটি তাদের পূর্বপুরুষেরা পানির সংকট নিরসন করতো । দিঘির পানিতে মাছ চাষ হতো । কালের বিবর্তনে মহিয়ার দিঘিটি ভরাট হয়ে যাওয়ার দিঘিটি তার অপরুপ সৌন্দর্য হারায় । দিঘির সকল অংশীদার যৌথভাবে দিঘিটি খনন করার উদ্যোগ নেয়।

দিঘির অংশিদার সকলেই যৌথভাবে ২৫ লাখ টাকা খরচ করে ভরাট হয়ে যাওয়া মহিয়ার দিঘিটি খনন করে। মহিয়ার দিঘিটি খনন করায় দিঘির পানিতে মাছ চাষ, দিঘির পানি এলাকার শতাধিক পরিবারের বাসিন্দারা ব্যবহার করতে পারবে বলে অভিমত প্রকাশ করেন দিঘির অংশীদার মেম্বার এয়ার মোহাম্মদ ।

দিঘির পাড়ে ফলজ বৃক্ষের বাগান গড়ে তুলবে দিঘির অংশীদারেরা।

ভরাট হয়ে যাওয়া মহিয়ার দিঘিটি খনন করার ফলে এলাকার অপরুপ সৌন্দর্য হয়েছে বলে এলাকার বাসিন্দারা জানান।