যুক্তরাষ্ট্রের চেয়ে রাশিয়া করোনা মোকাবেলায় সফল : পুতিন

সুপ্রভাত ডেস্ক :

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, করোনা মোকাবেলায় রাশিয়া যুক্তরাষ্ট্রের চেয়ে অধিক সফল।
রোববার এক টেলিভিশন সাক্ষাতকারে পুতিন আরো বলেন, ঈশ্বরের কৃপায় আমরা কম ক্ষতি ও স্থিরতার সঙ্গে করোনা পরিস্থিতি থেকে বেরিয়ে আসছি। কিন্তু যুক্তরাষ্ট্রে এমনটি ঘটেনি।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ওই সাক্ষাতকারে তিনি আরো বলেন, করোনা মহামারির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গভীর সংকট প্রকাশ পেয়েছে।
তিনি এই ভাইরাস পরিস্থিতিতে একজন শক্তিশালী নেতার অভাবের কথা উল্লেখ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আমাদের এই এই করা উচিত, কিন্তু কোন কোন ক্ষেত্রে গভর্ণররা তাকে বলেছেন কোথায় যাওয়া দরকার।
কিন্তু রাশিয়ায় সরকারের সাথে সিদ্ধান্তের বাইরে না গিয়ে আঞ্চলিক নেতৃবৃন্দ একটি টিম হিসেবে কাজ করছে বলে তিনি দাবি করেন।
এ প্রসঙ্গে তিনি উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের কথা উল্লেখ করে বলেন, এ এলাকা যখন করোনায় পর্যুদস্ত হচ্ছিল পুরো দেশ তাদের সহযোগিতায় এগিয়ে আসে।
রাশিয়ায় রোববার নতুন করে ৮ হাজার ৮শ’ ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৯শ’ ৬৪ জনে।
সংক্রমণের দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান তৃতীয়।
এদিকে বিশ্বে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে। এ সংখ্যা ২০ লাখেরও বেশি।
রাশিয়ায় করোনায় মারা গেছে ৬ হাজার ৯শ’ ৪৮ জন এবং যুক্তরাষ্ট্রে এ সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৪শ’ ৩৬ জন।
এছাড়া পুতিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী বিক্ষোভেরও সমালোচনা করেছেন। এই প্রথম তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন।
তিনি বলেন, সাধারণ অধিকার, বৈধ অধিকার আদায়ের লড়াই যদি মারামারি ও দাঙ্গায় রূপ নেয় তাহলে আমি এই দেশের জন্যে ভালো কিছুই দেখছি না।
তিনি কৃষ্ণাঙ্গ আমেনিকানদের সমতার লড়াইকে সমর্থন দিয়ে একে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমস্যা হিসেবে উল্লেখ করেন।
মহামারি শুরুর পর এই প্রথম পুতিনের সাক্ষাতকার প্রচারিত হয়েছে। তবে এটির কবে রেকর্ড করা হয়েছে তা জানা যায়নি।