‘ম্যাজিক বাউলিয়ানা’র নিবন্ধন শুরু

সুপ্রভাত ডেস্ক »

লোকসংগীত ভিত্তিক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’ এর নিবন্ধন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম ২৬ মে পর্যন্ত চলবে।

সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ২০১৩ সাল থেকে আয়োজিত এ রিয়েলিটি শোর চতুর্থ আসর বসবে এবার। এবারই প্রথম দেশের বাইরে থেকেও ভার্চুয়াল অডিশনের মাধ্যমে এ আয়োজনে অংশ নেওয়া সুযোগ থাকছে।

ম্যাজিক বাউলিয়ানার ওয়েবসাইটে (www.magicbauliana.com.bd) গিয়ে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে অডিশন হবে।

অডিশনে বাছাই করা প্রতিযোগিদের নিয়ে শুরু হবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’- এর মূল প্রতিযোগিতা। সেরা ৩ শিল্পীকে বেছে নিতে বিচারকের দায়িত্ব পালন করবেন বাউল শফি ম-ল, শাহনাজ বেলি ও আরিফ দেওয়ান। এবারের আসরের উপস্থাপনায় থাকবেন স্বাগতা ও সন্ধি। সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মো. সাঈদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।