মেসিকে নিয়ে এখন উল্টো সুর পিএসজির

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

চলতি মৌসুমেই লিওনেল মেসি যোগ দিয়েছেন প্যারিস সেইন্ট জামেইঁতে। এরপর অনেক ঝাঁঝালো মন্তব্যও শুনতে হয়েছে তাকে। এমনকি নিজ দলের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোও বেশ কিছু কথা বলেছিলেন আর্জেন্টাইন তারকাকে নিয়ে। মেসি নাকি জাতীয় দলের প্রতি বেশি মনোযোগি, তুলেছিলেন এমন অভিযোগও।

শোনা গিয়েছিল, লিগ ওয়ানে মানিয়ে নিতে পারছেন না মেসি। পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো অবশ্য কথা বলছেন এখন উল্টো সুরে। ইউরোপ ওয়ানকে বলেছেন, ‘লিওনেল মেসি আমার কাছে অবিসংবাদিত। যদি আপনি মেসিকে নিয়ে আলোচনা করতে শুরু করেন, এটার মানে হচ্ছে ফুটবলের কোনো কিছুই বোঝেন না। তাকে নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’

লিগ ওয়ানে এখন পর্যন্ত কেবল এক গোল করেছেন মেসি। শনিবার ফ্রেঞ্চ কাপের ম্যাচেও পিএসজির স্কোয়াডে ছিলেন না তিনি। তবে পরের ম্যাচেই আবারও ফিরবেন আর্জেন্টাইন তারকা। পিএসজির সব গোলে অবদান আছে মেসি ও এমবাপের, সেটি নতুন করে মনে করিয়ে দিয়েছেন লিওনার্দো।

তিনি বলেছেন, ‘আপনি যদি মেসির সংখ্যার দিকে তাকান। তার প্রথম ছয় মাস অবিশ্বাস্য। সে ও এমবাপে ক্লাবের প্রায় সব গোলে অবদান রেখেছে। মেসি চূড়ান্ত সবকিছুর জন্য। আমরা তাকে সব ম্যাচে খেলাচ্ছিও না। তার ব্যাপারে অবশ্যই আমরা আরও বেশি প্রতিযোগিতামূলক। সে প্রতিটি ম্যাচই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।’

‘কে বলেছে তাকে প্রতি ম্যাচে ১২ কিলোমিটার দৌড়াতে হবে? সে গত ২০ বছর ধরে এভাবেই খেলছে। এটা বদলে যায় যখন আপনার পাশে অন্য খেলোয়াড়রা থাকে। সে মানিয়ে নিতে পারে কারণ সে প্রতিভাবান। আমাদের অন্য প্রতিভাবানদের তার সঙ্গে মানিয়ে নিতে হবে।’