মাশরাফির ক্লাসে নতুন এক অস্ত্র পেলেন তাসকিন

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে মাশরাফি বিন মুর্তজা। আসছে জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে খেলবেন তিনি। তার আগে প্রস্তুতি শুরু করতেই মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। তবে বৃহস্পতিবার প্রস্তুতির চেয়ে যেন সতীর্থদের শেখাতেই বেশি সময় গেল তার।

তার সেই ‘ক্লাসেরই’ অংশ হিসেবে তাসকিন আহমেদ আর সৌম্য সরকার পেলেন বোলিংয়ের নতুন দীক্ষা। তার এক ফাঁকে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও দূর থেকে ‘ম্যাশ ভাই’ বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন তাকে। কিছুক্ষণ চললো খোশগল্পও।

এরপরই আবার সতীর্থদের শেখাতে মন দিলেন মাশরাফি। নাতিদীর্ঘ সেই আলাপে সৌম্য-তাসকিন আলাদা আলাদা করে সময় পেলেন তার, মন দিয়ে শুনলেন তার কথা। হাতে কলমে দীক্ষাটাও নিলেন দু’জনে।

তাসকিন জানালেন, তিনি নিজে একদিন সময় চেয়ে রেখেছিলেন মাশরাফির কাছ থেকে। কারণটা কী ছিল? সে উত্তরও দিলেন বাংলাদেশি এই পেসার। বললেন, ‘ভাইয়াকে (মাশরাফি) বলছিলাম একদিন সময় দেওয়ার জন্য। কারণ আমার আসলে পেস, সুইং এইগুলা উন্নতি হচ্ছে, কিন্তু আমি স্লোয়ারের দিক থেকে একটু পেছানো। স্লোয়ার বলে উন্নতি করতে চাই। ভাইয়াকে বলতাম।’

মিরপুরের এই সেশনে মাশরাফি তাকে কী দেখালেন, শেখালেন, তাও জানালেন তাসকিন। বললেন, ‘ভাইয়া এসে কিছু গ্রিপ দেখালেন যে একেকজনের একেক রকক অ্যাকশন হয়। এগুলো একটু চেষ্টা করে দেখতে পার। আমার কাছে ভালো লাগল কিছু কাটারের গ্রিপ দেখিয়েছেন। আশা করি এইগুলা প্রয়োগ করলে ভালো ফল হবে।’

কাটারের গ্রিপ অবশ্য খুব বেশি একটা দেখাননি মাশরাফি। সামনেই বিশ্বকাপ, তার আগে খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় ফলটা হিতে বিপরীত হতে পারে, এমন শঙ্কা থেকেই হয়তো। তাসকিন জানালেন, ‘মূলত দুই তিনটা গ্রিপ দেখিয়েছেন। আর বলেছেন একসঙ্গে এত কিছু নিয়ে তো কাজ করা যাবে না। যেহেতু সামনেই অনেক খেলা। আপাতত কাটার ট্রাই করতে বলেছেন। তো ওইটাই দেখালেন। বললেন যদি ভাল লাগে এটা কন্টিনিউ করতে পার। এটা আয়ত্তে এলে আরেকটা।’

তবে নানান ব্যস্ততায় মাশরাফি এসে সময় দিয়ে গেছেন তাসকিনকে, বাংলাদেশি পেসার আপ্লুত এতেই। বললেন, ‘ব্যস্ততার মাঝে মাশরাফি ভাই আমাকে সময় দিয়েছেন এটা অনেক। আমার স্লোয়ার অন্যদের থেকে একটু দুর্বল। কাজেই আজ যে গ্রিপ দেখিয়েছেন এগুলো আগেরগুলোর চেয়ে ভিন্ন।’

স্লোয়ার নিয়ে কাজ করলেও শক্তির জায়গা গতি নিয়ে কোনো প্রকারের আপসে আসবেন না, সেটা সাফ জানিয়ে দিলেন তাসকিন। তার কথা, ‘পেসের সঙ্গে আমার কোন আপস নেই। আমি মুস্তাফিজ হতে পারব না। মুস্তাফিজ কাটার মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি আরকি।’

মূলত বোলিংয়ে বৈচিত্র্য আনতেই এই চেষ্টা তার। তাসকিন বলেন, ‘আমার শক্তি যেটা পেস বাউন্স এটার সঙ্গে এটা যোগ হলে আরেকটা বিকল্প হতে পারে। মাশরাফি ভাই বলেছেন যদি ভাল লাগে তাহলে চেষ্টা করবা। হয়ত একটু সময় লাগবে। যদি শিখতে পারি আমার মনে হয় ভাল হবে।’