মানিকছড়িতে হোপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মানিকছড়ি :

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলায়  অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোপ ফাউন্ডেশন’।গত শনিবার সকাল সাড়ে ১০ টায় যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের শতাধিক অসহায় অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের ১শ১ জনের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

পুুস্পিতা চৌধুরীর সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম অনিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি মহিলা সদস্য শাহিনা আক্তার, যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, ডা. অরুণ বাবু, এমদাদুল হক, সাংবাদিক মো. রবিউল হোসেন, মো. বশির আহম্মেদ সৌরভ, প্রমূখ।

এতে সহযোগিতা করেন হোপ ফাউন্ডেশনের সদস্য আশিক আমান ইতাজ, রাদিয়া আজিজ, আইয়্যাবা আজিজ, আশিকুর রহমান, স্বরূপ দাশ, শান্তনু বড়ুয়া, মুক্তা রেখা, আনিশা, হৃদয় ও মেহেদীসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন যোগ্যাছোলা হিউম্যান সোসাইটির সদস্যবৃন্দ।