মানবতার সেবায় এগিয়ে আসতে হবে

মা ও শিশু হাসপাতালে অনুদান প্রদান

মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিটের জন্য কিছু অক্সিজেন সিলিন্ডার ও জরুরি ওষুধপত্র অনুদান হিসেবে প্রদান করেন সমাজসেবক সন্দ্বীপ কুমার নন্দী। সন্দ্বীপ কুমার নন্দীর পক্ষে সাংবাদিক রূপম বড়–য়া উক্ত অনুদান সমূহ কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেনের নিকট হস্তান্তর করেন।
এ সময় কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা. মো. আরিফুল আমীন, ট্রেজারার ও করোনা ম্যানেজমেন্ট সেলের মেম্বার সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ, ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, অ্যাডভোকেট মো. আহছান উল্যাহ, মো. জাহিদুল হাসান, মো. হারুন ইউছুপ, মো. জাকির হোসেন তালুকদার, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সন্দ্বীপ কুমার নন্দী করোনাকালীন সময়ে হাসপাতালের রোগীদের সহায়তায় এগিয়ে এসেছেন। তিনি রোগীদের জন্য বিভিন্ন সময়ে স্বাস্থ্যসেবা উপকরণ, হাসপাতালে চলমান উন্নয়ন কাজের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, মানবতাবাদী মানুষ সন্দ্বীপ কুমার নন্দী নিরবে নিভৃতে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। একজন প্রচার বিমুখ মানুষ তিনি। মানবতাবাদী মানুষকে অনুসরণ করলে মানুষ মানবতার সেবায় উদ্বুদ্ধ হবে এবং মানবতার সেবায় এগিয়ে আসবে। বিজ্ঞপ্তি