মাঠ ছেড়ে ধারাভাষ্য কক্ষে তামিম!

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
এবারের বিপিএলে সবচেয়ে তারকাবহুল দল মিনিস্টার গ্রুপ ঢাকায় খেলেছেন তামিম ইকবাল। দল প্লে­অফে উঠতে ব্যর্থ হলেও পুরো বিপিএলেই হেসেছে তার ব্যাট। সর্বোচ্চ ৪০৭ রান নিয়ে প্রথম পর্বের লড়াই শেষ করেছেন। তবে দল বাদ পড়ায় গতকাল সোমবার ধারাভাষ্য কক্ষে অভিষেকও হয়ে গেছে তার। মিরপুরে ৫ ওভারের মতো ধারাভাষ্য দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। খবর বাংলা ট্রিবিউন’র
সোমবার এলিমিনেটের পর্বে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনার ব্যাটিংয়ের সময় হঠাৎ টিভি স্ক্রিনে ভেসে উঠে ধারাভাষ্যকারের মাইক হাতে তামিম ইকবালের ছবি। ঘটনার পর অভিষিক্ত তামিম ফেসবুকে পোস্টও দিয়েছেন, ‘খেলা থেকে দূরে থাকা কঠিন। বিপিএলে ধারাভাষ্য কক্ষের অভিজ্ঞতা।’
তামিমকে স্বাগত জানান, এডওয়ার্ড রেইন্সফোর্ড। শুরু থেকেই বেশ সাবলীল ছিলেন ওয়ানডে অধিনায়ক। এক মুহূর্তের জন্য তার জড়তা দেখা যায়নি। খেলা দেখে অনর্গল বর্ণনা দিয়ে গেছেন।
রেইন্সফোর্ড শুরুতে তামিমের বিপিএল পারফরম্যান্স নিয়ে কথা বলেন। রেইন্সফোর্ড তার পারফরম্যান্স নিয়ে প্রশংসা করলে তামিম বলেছেন, ‘সংখ্যাগুলো দেখে অবশ্যই ভালো অনুভব হয়। কিন্তু আমার কখনোই এসব সংখ্যার দিকে মনোযোগ থাকে না। সব সময় লক্ষ্য থাকে মাঠে গিয়ে পারফর্ম করা, দলের জয় নিশ্চিত করা।’
এরপর ম্যাচে মনোযোগী হন দুই ধারাভাষ্যকার। মুশফিক দশম ওভারে বেনি হাওয়েলকে সুইপ করে দুই ছক্কা হাঁকালে তামিম বেশ খুশি হন। উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আপনি যখন দুইশো’র কাছাকাছি রান তাড়া করতে যাবেন, তখন এসব শট খেলতে হবে। তাকে আজ বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। এই ধরণের পরিস্থিতিতে তার ম্যাচ জেতানো ইনিংস রয়েছে।’
ধারাভাষ্যকারের ভূমিকায় এবারই প্রথম দেখা দিলেও খুব বেশিক্ষণ ছিলেন না তামিম। ৫ ওভারের মতো ধারা বিবরণী দিয়েছেন। তার পর প্রেসবক্সেও গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘আজকে মিটিং ছিল, তাই মিরপুরে আসা। এই ফাঁকেই কিছুক্ষণের জন্য ধারা বিবরণী দিলাম। ভালো অভিজ্ঞতা ছিল।’
সামনেও কি এমন দেখা যাবে? এমন প্রশ্নে তামিম বলেছেন, ‘না, না। আজকেই করলাম। অভিজ্ঞতা নিলাম।’
প্রেসবক্সে এই সময় তামিম ইকবাল আফগানিস্তানের ওয়ানডে দল নিয়ে কথা বলেছেন। দলটিতে কারা কারা আছেন, সেসবও জানতে চেয়েছেন। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আফগানিস্তান সিরিজ নিয়ে বেশ সিরিয়াস।