মাটিরাঙায় অবৈধ কাঠ আটক করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি, মাটিরাঙা :

খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলাধীন আদর্শ গ্রাম ডিপো, বাইল্যাছড়ি ডিপো, নতুন পাড়া ডিপো, কামাল সাংবাদিক ডিপো’তে অভিযান চালিয়ে আনুমানিক ২৭ লক্ষ ৮১ হাজার টাকার অবৈধ আটক করেছে  সেনাবাহিনী।

শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ  সেনাবাহিনীর ৩০ ফিল্ড  রেজিমেন্ট আর্টিলারী জোনের  জোন অধিনায়ক লে. কর্নেল মো. মোহসীন হাসানের নেতৃত্বে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার ৬ শ ৩৫ ঘনফুট  সেগুনসহ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করে। পরে মাটিরাঙা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠ গুলোকে জব্দ করে। জানতে চাইলে মাটিরাঙা ফরেস্ট  রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, জব্দকৃত কাঠগুলো অবৈধ স্বীকার করলেও এসব কাঠে কিভাবে সরকারি বৈধ হাতুরী চিহ্ন মারা হলো তার  কোন সদুত্তর দিতে পারেনি। কিন্তু কাঠগুলোতে কিভাবে বৈধ হাতুরী চিহ্ন মারা হলো তা খতিয়ে দেখা হবে। স্থানীয় কাঠ ব্যাবসায়ীরা জোত পারমিটের মাধ্যমে কাঠগুলো বিভিন্ন বাগান  থেকে সংগ্রহ করেছে। আটককৃত কাঠের আনুমানিক বাজারমুল্য প্রায় ২৭ লক্ষ ৮১ হাজার টাকার বলেও জানান তিনি। মাটিরাঙা সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মোহসীন হাসান বলেন, অপারেশন উত্তরণের আওতায় পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছে। তার পাশাপাশি এই এলাকার মানুষের জান-মাল এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আটককৃত কাঠগুলো সমতলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই মাটিরাঙ্গা পৌরসভার আদর্শ গ্রাম ডিপো, বাইল্যাছড়ি ডিপো, নতুন পাড়া ডিপো, কামাল সাংবাদিক ডিপো’তে জমা করা হচ্ছিল। এ অভিযান অব্যাহত থাকবে অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত মাটিরাঙা থানায় কোরো অভিযোগ ও মামলা হয়নি।