মইনুদ্দিন হোসেন স্মৃতি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের ৪০ ক্রিকেট একাডেমির অংশগ্রহনে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে চট্টগ্রাম ব্রাদার্স ক্রিকেট একাডেমির আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে সৈয়দ মইনুদ্দিন হোসেন স্মৃতি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। সাবেক সিটি মেয়র, বিসিবি পরিচালক এবং সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের পিতা বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ মইনুদ্দিন হোসেন ছিলেন চট্টগ্রাম মোহামেডান ক্লাবের প্রতিষ্ঠা লগ্নের সদস্য। নিজ বাস ভবন মোহাদ্দেস ভিলাতেই চট্টগ্রাম মোহামেডান ক্লাবের কার্যালয় ছিল। ক্রীড়া আয়োজন এবং পৃষ্ঠপোষকতায় স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন তিনি। গতকাল দুপুর ১২টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াত সৈয়দ মইনুদ্দিন হোসেনের পুত্র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক জাতীয় খেলোয়াড় বিসিবি এইচপি কোচ নুরুল আবেদীন নোবেল, জাতীয় ক্রীড়া পরিষদ উপ-পরিচালক মো. আসলাম খান। উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলমু, বিসিবি কিউরেটর জাহিদ রেজা বাবু, আয়োজক সংস্থা ব্রাদার্স ক্রিকেট একাডেমির নির্বাহী পরিচালক মো. মমিনুল হক, পরিচালক মো. আমিনুল হক, সাবেক খেলোয়াড় মো. আকবর খান, ক্রীড়া সংগঠক মো. জসিম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি প্রতিযোগিতা শেষে বাছাইকৃত সেরা ১১জন খেলোয়াড়কে ভারতে একাডেমি ক্রিকেট প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার আশ^াস প্রদান করেন। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার, রানার্সআপ দলকে ১৫ হাজার, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ উইকেট শিকারী এবং সর্বোচ্চ রান সংগ্রহকারীকে ৫ হাজার টাকা নগদ পুরস্কার ঘোষনা করেন দেন প্রধান অতিথি। দিনের ১ম খেলায় বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া কমপ্লেক্স লাল ৬৪ রানে সি এস ব্রাদার্সকে পরাজিত করে। ম্যাচ অব দ্য ম্যাচ স¤্রাট জুম্মান। অপর খেলায় ক্যাপিটাল ব্রাদার্স ২৮ রানে চট্টগ্রাম কিংসকে পরাজিত করে (প্যারাবুলা নিয়মে)। ম্যান অব দ্য ম্যাচ আলী আহমেদ। বিজ্ঞপ্তি