‘ভার্চুয়াল পরিদর্শনের মাধ্যমে জাদুঘর সচল রাখতে হবে’

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মুখপত্র ‘দর্পণ’র ২য় সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে আজ ১৪ জুলাই (মঙ্গলবার) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দর্পণের মোড়ক উন্মেচন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
তিনি বলেন, ‘বিজ্ঞান জাদুঘরের সমস্ত কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে দর্পণে। এতে জাদুঘর সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। তবে চলমান করোনা সংকটে জাদুঘরকে সচল ও প্রাণবন্ত রাখতে ভার্চুয়াল পরিদর্শনের কথা ভাবতে হবে।’
অনুষ্ঠানে বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি