ব্রাজিলকে টপকে শীর্ষে আর্জেন্টিনা

ফিফা র‌্যাংকিং

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

কত চন্দ্রভুক অমাবস্যার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। উৎসবে ভাসল একটা জনপদ। তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে মরুর বুকে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর স্বপ্নের মতো সময় কাটছে আকাশী-সাদাদের। উৎসবে ভাসছে আলবিসেলেস্তে সমর্থকরাও। তাদের আনন্দের মাত্রা এবার আরও বাড়িয়ে দিল ফিফার হালনাগাদ র্যা ঙ্কিং। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফিফার হালনাগাদকৃত র‌্যাংঙ্কিংয়ে ব্রাজিলকে টপকে শীর্ষে ওঠে এসেছে মেসিরা। দুইয়ে ওঠে এসেছে রানার্স-আপ ফ্রান্স। অন্যদিকে দুঃস্বপ্নের মতো বিশ্বকাপ কাটানো নেইমাররা নেমে গেছে দুই ধাপ নিচে তথা তৃতীয় অবস্থানে। সৌদি আরবের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরুর পর দারুণ প্রত্যাবর্তন। এরপর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তিন যুগ পর সোনালি ট্রফির অপেক্ষার অবসান। তবে বিশ্বকাপ জয়ের পরও র্যািঙ্কিংয়ে ব্রাজিলকে পেছনে ফেলতে পারেনি আর্জেন্টিনা। অন্যদের তুলনায় ফিফার র্যা্ঙ্িকংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি অতীত পারফরম্যান্স, র্যা ঙ্কিংয়ে অবস্থানসহ আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। যে কারণে শীর্ষস্থানের অপেক্ষা বাড়ে মেসি-ডি মারিয়াদের।
ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর সর্বশেষ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচেও হেরে গেছে ব্রাজিল। অন্যদিকে, মার্চের আন্তর্জাতিক বিরতিতে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ জিতে র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠতে সমর্থ হলো আর্জেন্টিনা।
আপডেটকৃত র্যািঙ্কিংয়ে আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ২.৫৫। ১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আগের র্যা ঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ১৮৩৮.৩৯ পয়েন্ট নিয়ে ওঠে এসেছে দ্বিতীয় স্থানে। আর এতদিন শীর্ষে থাকা ব্রাজিল নেমে গেছে তৃতীয় স্থানে। ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে আগেরবার শীর্ষে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৩৪.২১। সেরা দশের বাকি দলগুলো আছে আগের অবস্থানেই। চার নম্বরে আছে বেলজিয়াম, পাঁচে ইংল্যান্ড, ছয়ে নেদারল্যান্ডস, সাতে কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া, আটে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, নয়ে পর্তুগাল ও দশ নম্বরে স্পেন। কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো আগের মতো ১১ নম্বরেই আছে।