বিশ্ব অপরিণত নবজাতক দিবসের বৈজ্ঞানিক সেমিনার

ইমপেরিয়াল হাসপাতাল

‘বিচ্ছেদ নয়, দ্রুত ব্যবস্থা নিন, অপরিণত নবজাতককে খুব দ্রুত বাবা-মায়ের সান্নিধ্যে আনুন’ এই স্লোগানকে সামনে রেখে ইমপেরিয়াল হাসপাতালে ‘ওয়ার্ল্ড প্রিম্যাচিউরিটি ডে’ পালিত হয়েছে। অপরিণত শিশুদের সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, এর প্রতিকার ও চিকিৎসা ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে জনগণ এবং স্বাস্থ্যকর্মীদের জানাতে ২০০৮ সালে রোম ডিক্লারেশনের মাধ্যমে পূর্ণতা পায় দিবসটি।  বিশ্বব্যাপী সেই আন্দোলনের অংশ হিসেবে ইমপেরিয়াল হাসপাতাল দিবসটি উদযাপন করে।

বুধবার দিবসটি উপলক্ষে ইমপেরিয়াল হাসপাতালের শিশু রোগ বিভাগ এবং প্রসূতী ও স্ত্রীরোগ বিভাগের উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা বদরুল আলম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমপেরিয়াল হাসপাতালের শিশু রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা ফয়সল আহমদ, নির্ধারিত বিষয়ের উপর আরো প্রবন্ধ উপস্থাপন করেন, ডা উৎপল চৌধুরী, ডা. মো আনোয়ার হোসেন, ডা. এটিএম মাহমুদুর রহমান, ডা. দিল আনজিজ বেগম। বিশেষজ্ঞ প্যানেলের সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিওনেটোলজি বিভাগের প্রধান আধ্যাপক ডা. ওয়াজীর আহমেদ, ইমপেরিয়াল হাসপাতালের শিশু রোগ বিভাগের সিনিয়র কন্সাল্টেন্ট অধ্যাপক ডা রাশেদা সামাদ, প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের সিনিয়র কন্সাল্টেন্ট ডা. শিরিন ফাতেমা প্রমুখ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন হাসপাতালের প্রধান চিকিৎসক কর্মকর্তা অধ্যাপক ডা. তারেক আল নাসির। এর আগে সকাল সাড়ে ৯টায় হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যান্য স্টাফবন্দের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি