বিবেক প্রসূত হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান

মতবিনিময় সভায় চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার গতকাল বেলা ১১:৩০ টায় চবি বিভিন্ন হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, কলেজ পরিদর্শক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, পরিচালক ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা এর সাথে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান উপস্থিত ছিলেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণ-পুর্বাঞ্চলের সর্বোচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই।
উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে বিবেক প্রসূত হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত সকলে তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে উপচার্যকে অবহিত করেন। বিজ্ঞপ্তি