বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

নগরীর শেরশাহ এলাকার ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক :
করোনার সংক্রমণ ও বিস্তারের মধ্যে বিভিন্ন ফার্মেসির মালিকরা অবাধে বিক্রি করছে ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তোজক ওষুধ।
শুক্রবার (১২ জুন) বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান। এসময় তিন ফার্মেসিকে যথাক্রমে সিএমএইচ মেডিকেল, সিএস মেডিকেল ও মা মেডিকেলকে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিপুল পরিমান ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান সুপ্রভাতকে বলেন, অভিযোগের ভিত্তিতে নগরীর বায়েজিদের শেরশাহ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিএমএইচ মেডিকেল ও সিএস মেডিকেল নামক ফার্মেসি থেকে বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল, বিভিন্ন প্রকারের অননুমোদিত ওষুধ, মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তোজক ওষুধ, নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে ওষধ সংরক্ষণ না করায় ওই দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকাসহ মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।