বিজ্ঞান জাদুঘরে নির্মিত হচ্ছে এন্টোনভ বিমানের মডেল

সুপ্রভাত ডেস্ক »

দেশীয় মেধা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নির্মিত হচ্ছে একটি এন্টোনভ বিমানের মডেল।

১০ ফুট দৈর্ঘ্যের এবং ১৩ ফুট প্রস্থের আকৃতি বিশিষ্ট বিমানটির নির্মাণ কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। গত দুমাস ধরে বিজ্ঞান জাদুঘরের নিজস্ব ওয়ার্কশপে তৈরী হচ্ছে ঐতিহাসিক এন্টোনভ বিমানের এ আকর্ষণীয় মডেল। উল্লেখ্য, এন্টোনভ বিমানের একটি ইঞ্জিন বিজ্ঞান জাদুঘরে সংরক্ষিত আছে। বাংলাদেশের বিমান প্রকৌশলী তানজিয়া রশীদ এ বিমানটির ডিজাইন তৈরী এবং নির্মাণ কাজে মুখ্য ভূমিকা পালন করছেন।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন,“ তরুণ শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে বিমান নির্মাণ, বিমান পরিচালনা ও বিমান উড্ডয়ন জ্ঞান সম্পর্কে প্রায়োগিক ধারণা প্রদানের লক্ষ্যে এ মডেল বিমান নির্মিত হচ্ছে। শুধু প্রদর্শনী বস্তু হিসেবে নয়, এটি দেশের এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের ব্যবহারিক জ্ঞান অর্জনের পথ উন্মোচন করবে।”