বিজিসি ট্রাস্ট হসপিটালে ‘সান্ধ্যকালীন বহিঃবিভাগ কার্যক্রম’ উদ্বোধন

বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হসপিটালে সান্ধ্যকালীন বহিঃবিভাগ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন হসপিটালের পরিচালক ক্যাপ্টেন (অব.) ডা. খায়েরউদ্দিন বরকত। চন্দনাইশ-পটিয়া-সাতকানিয়া তথা দক্ষিণ চট্টগ্রামের বিশাল জনগোষ্ঠী এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় ‘ইভিনিং ওপিডি সার্ভিসের’ অধীনে সাশ্রয়ীমূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা-পরামর্শ নেয়ার সুযোগ পাবেন।
উদ্বোধন উপলক্ষে সেবা নিতে আসা রোগীদের ‘ডক্টর কনসালটেশন ফি ও সকল প্যাথলজিক্যাল ফি’র উপর ৫০% ডিসকাউন্ট দেয়া হয়। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সার্ভিস চালু থাকবে। পরবর্তীতে রোগীর সংখ্যা বাড়লে সময়সূচি পরিবর্তন করা হবে বলে জানান হসপিটালের পরিচালক ক্যাপ্টেন (অব.) ডা. খায়েরউদ্দিন বরকত। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. অর্পন দেবনাথ (আবাসিক চিকিৎসক-মেডিসিন), ডা.এ.এস.এম. বখতিয়ার শহিদ (আবাসিক সার্জন-সার্জারি), ডা. নিলুফা আকতার । বিজ্ঞপ্তি