বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ

মহানগর আওয়ামী লীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ আছি। শেখ হাসিনার একজন কর্মীও বেঁচে থাকতে বিএনপি-জামায়াতকে ষড়যন্ত্রের সুযোগ দেওয়া হবে না।
গতকাল রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নগরীর লালদীঘির ময়দানে মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জনগণ সকল শক্তির উৎস। গণতন্ত্র কোন আমদানি করার বস্তু না। বাংলাদেশে গণতন্ত্র ছিল, আছে এবং আগামীতেও থাকবে।’
নেতৃবৃন্দের উদ্দেশ্যে ওয়াসিকা আয়শা খান আরো বলেন, ‘আপনারা মানুষ চিনতে ভুল করবেন না। যারা উড়ে এসে জুড়ে বসে ক্ষমতার চেয়ার দখল করতে চায় তাদের নিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে।’
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আপনারা স্লোগান দিবেন না। আমরা এখানে স্লোগান দিতে আসিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আজ আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে এসেছি। বিএনপি-জামায়াতের আমলে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে। নির্যাতন করা হয়েছে। তখনও শেখ হাসিনার কর্মীরা মাঠ ছেড়ে যাননি। গ্রেনেডের স্পিøন্টার পায়ে নিয়ে তারা মাঠে লড়েছিলেন। এখনো নেতা কর্মীরা মাঠে লড়বে।’
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আজ দেশের জনগণ দেখছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ষড়যন্ত্রকারীরা জনগণের ক্ষতির চেষ্টা করছে। এই জামায়াত-বিএনপি যেন দেশের ক্ষতি করতে না পারে আমাদের সতর্ক থাকতে হবে।’
এম এ লতিফ বলেন, ‘এই বাংলার মাটিতে রাজাকারের বংশধরদের রাজনীতি করার কোন অধিকার নেই। লালদীঘির মাঠে দাঁড়িয়ে বলতে চাই, এই চট্টলার মাটি আওয়ামী লীগের ঘাঁটি। এখানে রাজাকারদের স্থান নেই।’
সমাবেশে খোরশেদ আলম সুজন বলেন, ‘আজ স্বাধীনতাবিরোধী শক্তি সারাদেশকে গিলে ফেলার চেষ্টা করছে’।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা সফর আলী, এম.এ লতিফ এমপি, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, সম্পাদক মণ্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীসহ নেতৃবৃন্দ।
সমাবেশে মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও শ্রমিক লীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।