বিআইটিআইডি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পেলেন বাস

চট্টগ্রাম চেম্বার পরিচালক ও চট্টগ্রাম মেট্রোপলিটন কমিউনিটি পুলিশের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের নিজ অর্থায়নে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিস, চট্টগ্রামে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধার্থে বাস দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মূল ফটকের সামনে ডা. নাসিরের হাতে তিনি বাসের চাবি হস্তান্তর হস্তান্তর করেন।
এর ফলে বিআইটিআইডি, চট্টগ্রামে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াতে কোনো অসুবিধা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ , সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, হাজী মোহাম্মদ শফি ও গণমাধ্যমের কর্মীরা।
লকডাউনকালে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এতে করে সময় মত কর্মস্থলে যেতে পারছেন না অনেকে। তাই তাদের পরিবহন ভোগান্তি দূর করতে এ উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী সমাজসেবক অহিদ সিরাজ চৌধুরী স্বপন। ২৪ ঘণ্টা এ সুবিধা পাবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিজ্ঞপ্তি