ডা.শাহাদাতসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির বিক্ষোভ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের মুক্তির দাবিতে গতকাল ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড় বিএনপির সভাপতি হাজী নবাব খানের নেতৃত্বে নগরীর দক্ষিণ বাকলিয়া নয়া মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইসমাইল ফয়েজ সড়ক, আমীর হাজী সড়ক, মিয়া খান নগর হয়ে ময়দার মিল এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নবাব খান বলেন, বিএনপির উপর দমন পীড়ন চলছে। নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা, হামলা ও গ্রেফতার অব্যাহত রাখা হয়েছে।
ডা.শাহাদাত হোসেনের মতো জনপ্রিয় নেতাকে ‘মিথ্যা মামলা’ দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। বিএনপির সিনিয়র নেতাদের বানোয়াট মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে’।
তিনি অবিলম্বে ডা.শাহাদাত হোসেনসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। একই সাথে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইয়াকুব খান বাবু, বাকলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, বিএনপি নেতা মনজুর আলম, আবদুস সোবহান, মো. জসিম উদ্দীন, তাহের জামাল, মো. সিরাজ, আবদুল্লাহ খান, নুরুল আলম, যুবদল নেতা ইয়াকুব খান, জাকির হোসেন, মহিলাদল নেত্রী নাসরিন আকতার, আলাউদ্দিন আলো, ওমর ফারুক, আনোয়ার হোসেন, মো. সফিক, মো. বেলাল, লিয়াকত আলী মাসুদ, আবদুর রশীদ, আলমগীর বাদশা, মো. খসরু, মো. শরিফ, রাশেদ, আবদুস সালাম, বাদশা, মহসিন, হানিফ, জুলহাস, রিপন প্রমুখ। বিজ্ঞপ্তি