বাছাই খেলতে হবে সালমাদের

কমনওয়েলথ গেমস

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
আগামী বছর হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস। আর সেখানেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে মেয়েদের ক্রিকেট ইভেন্ট। আইসিসি এরই মধ্যে টুর্নামেন্টে সরাসরি সুযোগ পাওয়া ৬টি দলের নাম প্রকাশ করেছে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেটি নির্ধারিত হওয়ায় সেখানে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। তবে বাছাইয়ের মাধ্যমে তারা অংশ নিতে পারবে। খবর বাংলাট্রিবিউনের।
টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৬টি দল নির্বাচিত হয়েছে। স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে সুযোগ পাওয়া দলগুলো হলো-অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশ। এখানে আবার নিজেদের মধ্যে বাছাইয়ে অংশ নিয়ে ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশ টুর্নামেন্টে অংশ নেবে।
৮ দলের এই ইভেন্টের শেষ দলটি নির্বাচিত হবে বাছাইয়ের মাধ্যমে। যা শুরু হবে আগামী বছরের ৩১ জানুয়ারি। এর বিস্তারিত পরে জানাবে আইসিসি।
ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমস শুরু হবে ২০২২ সালের ২৮ জুলাই। যেখানে ক্রিকেট ইভেন্টটি অনুষ্ঠিত হবে এজবাস্টনে। ইভেন্টটির টিকিট বিক্রি শুরু হবে এই বছরের শেষের দিকে।